প্রস্তুতি নিতে একটু আগে-ভাগেই বাংলাদেশ ঘাঁটি গেড়েছে ওমানে। মাসকাটে পৌঁছেই সোমবার, ৪ অক্টোবর এক দিনের নির্ধারিত কোয়ারেন্টিন শেষ করেছে টাইগার ক্রিকেটাররা। এখন চলছে তাদের কন্ডিশনিং ক্যাম্প।
তার অংশ হিসেবে বিশ্বকাপ মিশনকে সামনে রেখে আজ মঙ্গলবার, ৫ অক্টোবর ওমানে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশের ক্রিকেটাররা।
মাসকাটের ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা থেকে শুরু করে ৭টা পর্যন্ত অনুশীলন করে লাল-সবুজের প্রতিনিধিরা। অনুশীলন চলবে আগামীকাল বুধবার, ৬ অক্টোবর ও পরশু বৃহস্পতিবার, ৭ অক্টোবরও পর্যন্ত।
তার আগে চার্টার্ড বিমানে ক্রিকেটাররা সোমবার, ৪ অক্টোবর সকাল ৬টা ৩০ মিনিটে পা রাখে মাসকাটে।
ওমানে আঘাত হানা ঘূর্ণিঝড় শাহীনের কারণে পূর্ব নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর ছাড়ে ক্রিকেটারদের বহনকারী বিমান। রোববার রাত ১টা ২০ মিনিটে বাংলাদেশ দল ঢাকা ছাড়ে।