ভারত-পাকিস্তান মহারণের টিকিট শেষ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 19:57:28

অনেক দিন ধরেই ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ। ক্রিকেট ময়দানে চির বৈরী এই দুই প্রতিবেশী দেশের দেখা হয় কেবল আইসিসির বৈশ্বিক আসরে। খুব কম হওয়ায় স্বাভাবিকভাবে ভারত–পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আর উন্মাদনার ছড়াছড়ি। যে কারণে এই ম্যাচের টিকিট কেনার হিড়িক পড়ে যায়। 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারও প্রমাণ মিলল তার। টিকিট বিক্রির কার্যক্রম শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে ভারত–পাকিস্তান ম্যাচের টিকিট। ম্যাচের সাধারণ আসন, পূর্ব কোণের সাধারণ আসন, পূর্ব কোণের প্যাভিলিয়ন ও প্রিমিয়াম আসনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। 

করোনাকালে হচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু তারপরও বৈশ্বিক এ ক্রিকেট আসরের গ্যালারিতে থাকবে দর্শক। আইসিসি জানিয়েছে, প্রতিটি ভেন্যুর আসন সংখ্যার ৭০ শতাংশ দর্শক গ্যালারিতে বসেই মাঠের লড়াই উপভোগ করতে পারবেন।

ক্রিকেট প্রেমীরা প্রিমিয়াম গ্যালারির টিকিট কিনেছেন ১৫০০ দিরহামে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার ৯৬৭ টাকা)। আর প্লাটিনাম গ্যালারির টিকিট পেতে ক্রিকেট অনুরাগীদের খরচ করতে হয়েছে ২৬০০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৬০ হাজার ৬১১ টাকা) । এখন টিকিট বিক্রি হবে দর্শকদের মধ্যে। ভারত-পাকিস্তান ম্যাচের কেউ টিকিট বিক্রি করবে কি না—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও দিচ্ছেন অনেকে। 

১৭ অক্টোবর ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৪ অক্টোবর বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে লড়াই করবে ভারত ও পাকিস্তান। রোববার, ৩ অক্টোবর থেকে অনলাইনে প্ল্যাটফর্ম ‘প্লাটিনামলিস্ট’এ বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করেছে আইসিসি।

এ সম্পর্কিত আরও খবর