ভারতীয় গণমাধ্যমের আকাশে ডানা মেলেছে নতুন এক গুঞ্জন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়ে দিতে পারেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটীয় বোর্ডের (বিসিসিআই) সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে চাঞ্চল্যকর এ খবর।
ক্রিকেটের ব্যস্ত সূচির ধকল থেকে রেহাই পেতে আর নিজের ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ভারতীয় এ ক্রিকেট অধিনায়ক।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়ে দিলেও ভারতের হয়ে ওয়ানডে ও টেস্ট খেলে যাবেন কোহলি। দেশের হয়ে টি-টোয়েন্টি না খেললেও আইপিএলে খেলে যেতে পারেন তিনি।
এর আগে কোহলি নিশ্চিত করেছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দিবেন তিনি।
সঙ্গে জানান, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে চলতি আসরের পর আর নেতৃত্ব দিবেন না। পরের মৌসুমে ভারতের ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে কোহলিকে দেখা যাবে কেবল ক্রিকেটার হিসেবে।