বিশ্বকাপ মিশনকে সামনে রেখে অবশেষে ওমানে পৌঁছেছে টাইগাররা। চার্টার্ড বিমানে ক্রিকেটাররা আজ সোমবার, ৪ অক্টোবর সকাল ৬টা ৩০ মিনিটে পা রেখেছে মাসকাটে।
ক্রিকেটাররা নির্ধারিত সময় রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করেন। ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময় ছিল রাত ১০টা ৪৫ মিনিট।
ওমানে আঘাত হানা ঘূর্ণিঝড় শাহীনের কারণে ফ্লাইট বিলম্বের জটিলতায় পড়ে যায় মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমরা। সকল নাটকীয়তা শেষে পূর্ব নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর ছাড়ে ক্রিকেটারদের বহনকারী বিমান। রাত ১টা ২০ মিনিটে বাংলাদেশ দল ঢাকা ছাড়ে।
২১ সদস্যের বহর নিয়ে গেছে দল। সে বহরে রয়েছেন ১৪ ক্রিকেটার, ৩ টিমবয়, একজন করে নির্বাচক, মিডিয়া ম্যানেজার ও মেডিক্যাল অফিসার। ফিজিও জুলিয়ান ক্যালফেতোও সঙ্গী হয়েছেন টিমের।
ওমানে গিয়ে আজ সোমবার কোয়ারেন্টিনে থাকতে হবে ক্রিকেটারদের। আজ ৪ অক্টোবর হোটেলবন্দী থাকার পর ৫, ৬ ও ৭ অক্টোবর দুপুর দেড়টায় অনুশীলনে গা গরম করবেন খেলোয়াড়রা।
তবে এর আগে বাজে আওহাওয়ার কারণে গতকাল রোববার, ৩ অক্টোবর রাতে হঠাৎ করেই স্থগিত করা হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের বিশ্বকাপ যাত্রা।
ঘূর্ণিঝড় শাহীনের কারণে ফ্লাইট পিছিয়ে দেওয়া হয়েছে। এমন খবর শুনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্রিকেটাররা। কিন্তু পাঁচ মিনিট পরই জানা যায়, নাটকীয়তা শেষ হয়েছে। কেটেছে গেছে সকল আশঙ্কার মেঘ। মাহমুদউল্লাহ রিয়াদদের ওমান যাত্রা নিয়ে সারা দিনের চলমান ধোঁয়াশা কাটিয়ে নির্ধারিত সময়েই ছেড়ে যাবে টাইগারদের বহনকারী বিমান।
বিসিবি থেকে একবার বলা হয় ফ্লাইট স্থগিত। আধাঘণ্টা পরে বোর্ড ফের জানায় নির্ধারিত সময়েই যাবে ফ্লাইট। আধা ঘণ্টায় দুইবার সিদ্ধান্ত বদল করে দেশের ক্রিকেটের এ নিয়ন্ত্রক সংস্থা। পরে পূর্ব নির্ধারিত সময়ে টাইগারদের ওমান যাত্রার খবর নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক সূত্র।