আইপিএলের মাঠে সাকিব আল হাসানের ফেরাটা হলো রঙিন। ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বল হাতে বিশ্বসেরা এ অলরাউন্ডার দেখালেন দাপট।
৪ ওভার বল করে মাত্র ২০ রান খরচ করেন সাকিব। নিজের থলেতে উইকেট পুরেন একটি। অভিষেক শর্মাকে দিনেশ কার্তিকের তালুবন্দী করেন সাকিব। সঙ্গে কেন উইলিয়ামসনকে রান আউট করেন এ ক্রিকেট মহাতারকা।
আইপিএলের দ্বিতীয় পর্বে এই প্রথম খেলার সুযোগ পেলেন সাকিব। মাঠের লড়াইয়ে তার ফেরাটা রঙিন হলো কলকাতা নাইট রাইডার্সের বড় জয়ে।
সাকিবের কেকেআর জয় ছিনিয়ে নিয়েছে ৬ উইকেটে। দুই বল হাতে রেখে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে ২ বল হাতে রেখেই।
দুবাইতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটের বিনিময়ে ১১৫ রানের স্কোর গড়ে হায়দরাবাদ।
লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ সেরা শাবমান গিলের দুরন্ত ফিফটিতে (৫৭) ১৯.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৯ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা।