টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আজ রোববার, ৩ অক্টোবর রাতে ঢাকা ছাড়ছে টাইগার ক্রিকেটাররা। রাত ১০টা ৪৫ মিনিটে ওমানের ফ্লাইট ধরার সূচি রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমদের। তবে এর আগে বাজে আওহাওয়ার কারণে স্থগিত করা হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের বিশ্বকাপ যাত্রা।
ঘূর্ণিঝড় শাহীনের কারণে ফ্লাইট পিছিয়ে দেওয়া হয়েছে। এমন খবর শুনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্রিকেটাররা। কিন্তু পাঁচ মিনিট পরই জানা যায়, নাটকীয়তা শেষ হয়েছে। কেটেছে গেছে সকল আশঙ্কার মেঘ। মাহমুদউল্লাহ রিয়াদদের ওমান যাত্রা নিয়ে সারা দিনের চলমান ধোঁয়াশা কাটিয়ে নির্ধারিত সময়েই ছেড়ে যাবে টাইগারদের বহনকারী বিমান।
বিসিবি থেকে একবার বলা হয় ফ্লাইট স্থগিত। আধাঘণ্টা পরে বোর্ড ফের জানায় নির্ধারিত সময়েই যাবে ফ্লাইট। আধা ঘণ্টায় দুইবার সিদ্ধান্ত বদল করে দেশের ক্রিকেটের এ নিয়ন্ত্রক সংস্থা। পূর্ব নির্ধারিত সময়ে টাইগারদের ওমান যাত্রার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক সূত্র।