আজ হলো করোনা টেস্ট, আগামীকাল ওমান যাবে টাইগাররা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 12:46:34

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনকে সামনে রেখে আগামীকাল রোববার, ৩ অক্টোবর রাতে ঢাকা ছাড়বেন টাইগার ক্রিকেটাররা। তার আগে আজ শনিবার, ২ অক্টোবর করোনা টেস্টের নমুনা দিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে করোনা টেস্টের নমুনা দিয়ে ঘরে ফিরে গেছেন বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা। হয়নি কোনো অনুশীলন। নিজ নিজ বাসায় চলবে ক্রিকেটারদের কোয়ারেন্টিন। জৈব সুরক্ষা বলয়ে থাকতে আগামীকালও কোনো অনুশীলন করবেন না খেলোয়াড়রা। রোববার রাত ১০টা ৪৫ মিনিটে ওমানের উদ্দেশে রওয়ানা হবেন মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী বললেন, ‘আজ সর্বমোট ২১-২২ জনের করোনাভাইরাস পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে। বিদেশি কোচিং স্টাফের কেউই তো এখানে নাই, তারা একবারে ওমানে যোগ দেবেন। সাকিব ও মুস্তাফিজ দেশের বাইরে আছেন। বাকি যারা এখান থেকে যাবেন, আজ তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। এখন সবাই নিজ নিজ বাসায় কোয়ারেন্টিন করবেন। আগামীকাল রাতে ফ্লাইট।’

ওমানে গিয়ে এক দিন কোয়েন্টিনে থাকতে হবে ক্রিকেটারদের। ৪ অক্টোবর হোটেলবন্দী থাকার পর ৫, ৬ ও ৭ অক্টোবর দুপুর দেড়টায় অনুশীলনে গা গরম করবে খেলোয়াড়রা।

৯ অক্টোবর বাংলাদেশ উড়ে যাবে সংযুক্ত আরব আমিরাতে। ১০ অক্টোবর কোয়ারেন্টিনের পর ১১ অক্টোবর টাইগারদের অনুশীলন। আবুধাবিতে ১২ অক্টোবর প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে দেশের ক্রিকেটাররা। 

১৩ অক্টোবর অনুশীলন শেষে ১৪ অক্টোবর দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ লড়বে আয়ারল্যান্ডের বিপক্ষে। প্রস্তুতি ম্যাচ দুটি শেষ করে ১৫ অক্টোবর ওমানে ফিরে যাবে মাহমুদউল্লাহর দল। ১৬ অক্টোবর ফ্লাডলাইটে হবে প্র্যাকটিস। 

১৭ অক্টোবর পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল। বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১৯ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানকে মোকাবেলা করবে টাইগাররা। ২১ অক্টোবর বাংলাদেশ লড়াই করবে পাপুয়া নিউগিনির বিপক্ষে।

এ সম্পর্কিত আরও খবর