অনেকদিন ধরে জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলে যাচ্ছিলেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও পাঞ্জাব কিংসের হয়ে খেলে রীতিমতো হাঁপিয়ে উঠেছেন। হাঁপ ছেড়ে বাঁচতে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আইপিএল ছাড়লেন মারকুটে এ ব্যাটার।
টি-টোয়েন্টি ক্রিকেটের মহাযজ্ঞে জন্য নিজেকে ফিট রাখতে ভারতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল থেকে সরে গেলেন পাঞ্জাব কিংসের এ ক্যারিবিয়ান তারকা।
সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় পর্বে গেইলের না খেলার খবর নিশ্চিত করেছে পাঞ্জাব কিংস।
এখন দুবাইয়ে বিশ্রাম করবেন গেইল, 'কয়েক মাস ধরে ওয়েস্ট ইন্ডিজ, সিপিএল ও আইপিএলে জৈব সুরক্ষা বলয়ে ছিলাম। মানসিকভাবে নিজেকে এখন সতেজ রাখতে চাই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে সহায়তা করার জন্য নতুন করে মনোযোগ দিতে চাই এবং দুবাইয়ে একটু বিশ্রাম নিতে চাই।'
সংযুক্ত আরব আমিরাত ও ওমানে আগামী ১৭ অক্টোবর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।