অনেক দিন হলো ওয়ানডে দলে জায়গা পাচ্ছেন না মুমিনুল হক। এবার বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দাপুটে ব্যাটিংয়ে পারফরম্যান্সে মূল ওয়ানডে দলে ফেরার পথ অনেকটাই সহজ করে নিলেন টাইগারদের টেস্ট অধিনায়ক।
হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন মুমিনুল হক। সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে ঝালিয়ে নেওয়ার মিশনে মুশফিকুর রহিম ফের পেলেন দুরন্ত ঝড়ো ফিফটি।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ‘এ’ দলের হয়ে ইনিংস উদ্বোধন করে ১২১ বলে ১২৮ রানের অসাধারণ এক ক্রিকেটীয় ইনিংস উপহার দেন মুমিনুল। ওয়ানডাউনে নেমে মুশফিক খেলেন ৫২ বলে ৬৩ রানের চমৎকার এক ইনিংস। প্রথম ম্যাচে ৭০* রানের হার না মানা ইনিংস খেলেছিলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’।
নাজমুল হাসান শান্তর সঙ্গে ১৫৪ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন মুমিনুল। শান্ত ফেরেন ৬৭ রান নিয়ে। ৫০ ওভারে ‘এ’ দল ৭ উইকেট হারিয়ে গড়ে ৩২৩ রানের পুঁজি।