টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনকে সামনে রেখে ৩ অক্টোবর ঢাকা ছাড়বেন টাইগার ক্রিকেটাররা। ঢাকা থেকে মাহমুদউল্লাহ রিয়াদরা সোজা গিয়ে পৌঁছাবেন ওমানে। আজ মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেটাররা এখন রয়েছেন ছুটিতে। তবে অনেক ক্রিকেটারই ঐচ্ছিক অনুশীলন চালিয়ে যাচ্ছেন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ছুটি কাটিয়ে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটাররা মাঠে ফিরবেন ১ অক্টোবর। ওই দিন বিশ্বকাপের ফটোসেশন লাল-সবুজের প্রতিনিধিদের।
তবে ঢাকায় কোনো ধরনের দলীয় অনুশীলন হবে না। ওমানে পৌঁছেই বাংলাদেশের ক্রিকেটাররা প্র্যাকটিসে নিজেদের ঝালাই করে নিবেন। তার আগে ২ অক্টোবর করোনা টেস্টের নমুনা দিবেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। যারা করোনা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারাই ৩ অক্টোবর রাত ১০.৪৫টায় ওমানের ফ্লাইট ধরতে পারবেন।
ওমানে গিয়ে এক দিন কোয়েন্টিনে থাকতে হবে ক্রিকেটারদের। ৪ অক্টোবর হোটেলবন্দী থাকার পর ৫, ৬ ও ৭ অক্টোবর দুপুর দেড়টায় অনুশীলনে গা গরম করবে খেলোয়াড়রা।