মাঝে দুরন্ত বোলিং করলেও শুরুতে আর শেষে মুস্তাফিজুর রহমান বল হাতে ছিলেন অনুজ্জ্বল। ৩.৩ ওভারে ২৬ রানে নেন মাত্র এক উইকেট।
মুস্তাফিজের মতো তার পুরো দলের বাকি বোলাররাও ছিলেন নিষ্প্রভ। যার কারণে তারকা পেসার ফিজের দল রাজস্থান রয়্যালস ৭ উইকেটের বড় ব্যবধানে হারল সানরাইজার্স হায়দরাবাদের কাছে।
এনিয়ে টানা দুই ম্যাচ হারল রাজস্থান। আর দাপুটে এ জয়ে আইপিএলের লড়াইয়ে টিকে রইল হায়দরাবাদ।
দুবাইতে টস জিতে শুরুতে ব্যাট করে ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের দাপুটে ফিফটিতে (৮২) ৫ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে রাজস্থান।
জবাবে ম্যাচ সেরা জেসন রয় (৬০) ও অধিনায়ক কেন (৫১*) উইলিয়ামসনের জোড়া ফিফটিতে ৯ বল হাতে রেখে (১৮.৩ ওভারে) ৩ উইকেটের বিনিময়ে জয়ের লক্ষ্য টপকে ১৬৭ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দরাবাদ।