বল হাতে ঝড় তুললেন হার্শাল প্যাটেল। মিডিয়াম এ পেসার করলেন দুরন্ত এক হ্যাটট্রিক। তার অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৫৪ রানে ধরাশায়ী করেছে আইপিএলের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে।
দুবাইতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ম্যাচ সেরা গ্লেন ম্যাক্সওয়েল (৫৬) ও ক্যাপ্টেন বিরাট কোহলির (৫১) জোড়া ফিফটিতে ৬ উইকেটে ১৬৫ রানের পুঁজি গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তিনটি উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ।
এ ম্যাচেই প্রথম ও সব মিলিয়ে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের ক্লাবে নিজের নাম লিখেছেন কোহলি।
জবাবে ক্যাপ্টেন রোহিত শর্মা ৪৩ ও কুইন্টন ডি কক ২৪ রান করলেও ১৮.১ ওভারে ১১১ রানেই গুটিয়ে যায় মুম্বাই।
হার্শাল প্যাটেল নেন চার উইকেট। যুজবেন্দ্র চাহাল তিনটি ও গ্লেন ম্যাক্সওয়েল পান দুটি উইকেট।
হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড ও রাহুল চাহারকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন হার্শাল প্যাটেল।