আইপিএলের দ্বিতীয় পর্বে কলকাতা নাইট রাইডার্সের শুরুটা হয়েছিল দারুণ। দুরন্ত পারফরম্যান্সে প্রথম দুই ম্যাচ জিতে আকাশেই যেন উড়ছিল সাকিব আল হাসানহীন দলটি। এবার তাদের মাটিয়ে নামিয়ে আনল চেন্নাই সুপার কিংস।
শেষ দিকে ৬ বলে ৪ রান দরকার ছিল চেন্নাইয়ের। শেষ ওভারে সুনীল নারিন দুই উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তুললেও লাভ হয়নি। ইয়ন মরগানরা ২ উইকেটে হার মেনেছে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির দলের কাছে।
আবুধাবীতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭১ রানের লড়াকু পুঁজি গড়ে কলকাতা। রাহুল ত্রিপাঠির ৪৫ রানের সঙ্গে নিতিশ রানা খেলেন ৩৭* রানের হার মানা দাপুটে এক ক্রিকেটীয় ইনিংস। চেন্নাইয়ের হয়ে দুটি করে উইকেট নেন জশ হ্যাজলউড ও শার্দুল ঠাকুর।
জবাবে টপ-অর্ডার ব্যাটারদের ব্যাটিং দৃঢ়তায় ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ১৭২ রান তুলে ফেলে চেন্নাই। ফাফ ডু প্লেসিস ৪৩, রুতুরাজ গাইকার্ড ৪০, মঈন আলী ৩২ ও রবীন্দ্র জাদেজা ২২ রান যোগ করেন দলীয় স্কোরে। কলকাতার হয়ে তিনটি উইকেট নেন সুনীল নারিন।