আইপিএলের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে শুরুতে বল হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি মুস্তাফিজুর। তবে শেষ ওভারে ক্ষুরধার বোলিংয়ে দলের জয়ে রাখেন অগ্রণী ভূমিকা। তার দল রাজস্থান রয়্যালসও হাসে দুরন্ত জয়ের হাসি।
কিন্তু এবার মুস্তাফিজুর রহমান নিজে হাসলেন। হাসল তার হাতের বল। আগুনে বোলিংয়ের তোপ দাগিয়ে শিকার করলেন দুই উইকেট। চার ওভারে খরচ করেন ২২ রান। কিন্তু ম্যাচ শেষে হাসতে পারলো না ফিজের দল রাজস্থান। দিল্লী ক্যাপিটালসের কাছে হারল মানল তারা ৩৩ রানে।
আবুধাবীতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে মুস্তাফিজদের দাপুটে বোলিংয়ের সামলে ৬ উইকেটের বিনিময়ে ১৫৪ রানের বেশি সংগ্রহ গড়তে পারেননি দিল্লী ক্যাপিটালস। কিন্তু এই স্কোর স্পর্শ করাই পরে রাজস্থানের জন্য অসম্ভব হয়ে পড়ে।
শ্রেয়াস আইয়ার ৪৩, শিমরন হেটমার ২৮ ও রিশব পান্থ ২৪ রান এনে দেন। কোনো বাউন্ডারি না দেওয়া মুস্তাফিজের সঙ্গে দুটি উইকেট নেন চেতন সাকারিয়া।
প্রতিপক্ষ দিল্লীকে অল্পতে আটকে রেখেও লাভ হয়নি। ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের (৭০*) হার মানা দুর্দান্ত ফিফটির পরও জয় ছিনিয়ে নিতে পারেনি রাজস্থান। ৫ উইকেট হারিয়ে ১২১ রানেই গুটিয়ে যায় মুস্তাফিজের দল। ২টি উইকেট আনরিচ নর্টজে।