দিন কয়েক আগেই নেপালের জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ডেভ হোয়াটমোর। নেপালকে না বলে এবার ফিরলেন তিনি ভারতের ঘরোয়া ক্রিকেটে। সামনের ঘরোয়া মৌসুমের জন্য হোয়াটমোরের কাঁধে প্রধান কোচের দায়িত্ব তুলে দিয়েছে বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন।
খবরটি নিশ্চিত করেছেন বারোদার সচিব অজিত লিলে। বাংলাদেশের সাবেক এই কোচ ইতিমধ্যে দায়িত্ব বুঝে নিয়েছেন।
১৯৯৬ শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো হোয়াটমোর ২০০৩ থেকে দীর্ঘ চার বছর ছিলেন টাইগারদের কোচ। পরে পাকিস্তান ও জিম্বাবুয়েরও কোচ হন।
ভারতীয় ঘরোয়া ক্রিকেটে এবারই প্রথম নন তিনি। এর আগে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনে কাজ করে ছিলেন হোয়াটমোর। গত বছরের এপ্রিলে ছিলেন বারোদার ক্রিকেট পরিচালক।