নেপালের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তামিম ইকবাল। লক্ষ্য ফিটনেস ফিরে পেতে এভারেস্ট প্রিমিয়ার লিগের (ইপিএল) অভিষেক আসরে অংশগ্রহণ।
আজ শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন দেশসেরা এ ওপেনার।
তার আগে হাঁটুর চোট আর তরুণদের দলে জায়গা করে দিতে আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে নিজের নাম প্রত্যাহার করে ফেলেন তামিম।
আসরে ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের হয়ে খেলবেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম। বাংলাদেশের এ তারকা ক্রিকেটারকে আইকন খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তামিমের ভাইরাহাওয়ার জার্সি গায়ে জড়াবেন সাবেক লঙ্কান তারকা উপুল থারাঙ্গাও।
ইপিএলে আলো ছড়াতে প্রস্তুত শহীদ আফ্রিদি, সিকান্দার রাজা ও ক্রিস গেইলের মতো তারকা ক্রিকেটাররা।
২৫ সেপ্টেম্বর পর্দা উঠবে ইপিএলের। নেপালের এ ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলবে ৯ অক্টোবর পর্ন্ত।