আফগানিস্তানের শাসন ক্ষমতায় পরিবর্তন এসেছে। যুদ্ধবিধ্বস্ত দেশটির পুরো নিয়ন্ত্রণ এখন তালেবানদের হাতে। তার ধারাবাহিকতায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডেও (এসিবি) আসছে পরিবর্তন। দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন চেয়ারম্যান।
ফারহান ইউসুফ জাই’র বদলে চেয়ারম্যানের দায়িত্ব কাঁধে তুলে নিতে যাচ্ছেন আজিজুল্লাহ ফাজিল। এসিবি’তে এর আগেও কাজ করেছেন তিনি। সিইও হিসেবে কাজ করছেন এখন ডক্টর হামিদ শিনওয়ারী।
সকল ধরনের শঙ্কা দূর করে খুব শ্রীঘ্রই মাঠে ফিরতে যাচ্ছেন আফগান ক্রিকেটার। পাকিস্তান সিরিজ সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বোর্ড। এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবপোর্টাল ক্রিকবাজ।
সবকিছু ঠিকঠাক থাকলে ১-৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার হাম্বানটোটায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে আফগানিস্তান। দুদল খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।