এক উইকেটে জিতল ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 15:40:36

কিংস্টন টেস্টে জমজমাট লড়াই শেষে শেষ হাসি হেসেছে ওয়েস্ট ইন্ডিজ। এক দিন হাতে রেখেই রোমাঞ্চকর প্রথম টেস্টে স্বাগতিক ক্যারিবিয়ানরা এক উইকেটে হারিয়েছে দিয়েছে অতিথি পাকিস্তানকে।

শ্বাসরুদ্ধকর এ জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে লড়াই চালিয়ে যাচ্ছিলেন বাবর আজম। তবে চতুর্থ দিনের খেলা শুরু করে মাত্র এক রান তুলতেই বিদায় নেন পাকিস্তানের এ ক্যাপ্টেন (৫৫)। 

বাবরের সঙ্গে হাসান আলী ২৮ ও ফাহিম আশরাফ ২০ রান যোগ করেন। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ৮৩.৪ ওভারে গুটিয়ে যায় ২০৩ রানে। ফলে উইন্ডিজের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৬৮।

ম্যাচসেরা জেডেন সিলস একাই শিকার করেন পাঁচ উইকেট। সঙ্গে কেমার রোচ নেন তিন উইকেট। 

লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হয়নি মোটেই। ১৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় অধিনায়ক ক্রেইগ ব্রাফেটের দল।

পরে দলের বিপদ কাটিয়ে ফিফটি হাঁকিয়ে জয়ের ভিত গড়ে দেন জার্মেইন ব্ল্যাকউড (৫৫)। তার আগে ২২ সংগ্রহ করেন রোস্টন চেস। ৩০* রানে অপরাজিত থেকে উইন্ডিজকে জয়ের বন্দরে পৌঁছে দেন কেমার রোচ। ৫৬.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৮ রানের স্কোর ছুঁয়ে ফেলে উইন্ডিজ।

শাহীন শাহ আফ্রিদি ৪ ও হাসান আলী ৩ উইকেট শিকার করেন। দুটি উইকেট নেন ফাহিম আশরাফ।

পাকিস্তানের প্রথম ইনিংসে ২১৭ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে তুলেছিল ২৫৩ রান। 

এ সম্পর্কিত আরও খবর