বাংলাদেশ সফরে আসছেন না নিউজিল্যান্ডের বিশ্বকাপের দলের কেউ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 22:44:42

অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। টুর্নামেন্ট শুরুর দুই মাস আগেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে কিউইরা।

নিউজিল্যান্ডের এ দলই ভারতের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। তবে বাংলাদেশে আসছেন না কিউইদের বিশ্বকাপ দলের কোনো খেলোয়াড়। বাংলাদেশ ও পাকিস্তান সফরের জন্য ভিন্ন স্কোয়াড ঘোষণা করেছে তারা।

কিউইদের বিশ্বকাপ দলে আছেন স্পিন বিভাগে রয়েছেন মার্ক চাপম্যান, টড অ্যাশলে, ইশ সোদি ও মিচেল স্যান্টনার। সংযুক্ত আর আমিরাতের সম্ভাব্য টার্নিং পিচে তারাই কিউইদের বোলিং আক্রমণের মূল অস্ত্র।

পেস আক্রমণে থাকছেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কাইল জেমিনসন ও লুকি ফার্গুসন। আর স্ট্যান্ডবাই হিসেবে দলে রয়েছেন পেসার অ্যাডাম মিলনে। 

ব্যাটিং ডিপার্টমেন্টে থাকছেন অধিনায়ক কেন উইলিয়ামসন, জিমি নিশাম, টিম সেইফার্ট ও ডেভন কনওয়ে। তবে স্কোয়াডে তারকা ব্যাটসম্যান রস টেলর। দল থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমও।

টম লাথামকে নেতৃত্বে রেখে বাংলাদেশ সফরের জন্য তারুণ্য নির্ভর দল দিয়েছে ব্ল্যাক ক্যাপস শিবির।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। 

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জ্যামিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সিফার্ট, ইশ সোধি, টিম সাউদি ও অ্যাডাম মিলনে (ইনজুরি কভার)।

বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালান, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কাগেলেইন, কুল ম্যাকনি, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র , বেন সিয়ারস, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

এ সম্পর্কিত আরও খবর