বাংলাদেশের পুঁজি ১২২

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-19 14:50:36

পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে ১২৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২২ রানের পুঁজি গড়ে।

শেষ ম্যাচে এসে ওপেনিং জুটিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ। সৌম্য সরকারের বদলে ইনিংস উদ্বোধনে মোহাম্মদ নাঈম শেখের সঙ্গে নামেন মেহেদী হাসান। এ পরিবর্তনে সুফলও পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এই জুটি অবশ্য খুব বেশি বড় হয়নি। ব্যক্তিগত ১৩ রানে ফেরেন মেহেদী হাসান। ৪২ রানেই ভাঙে দুজনের পার্টনারশিপ। পরে মোহাম্মদ নাঈম শেখ বিদায় নেন ২৩ রান করে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এটাই বাংলাদেশের সব চেয়ে জুটি। 

উদ্বোধনী জুটি ভাঙতেই পুরনো চেহারায় ফেরে বাংলাদেশ। শুরু হয়ে যায় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। 

সাকিব আল হাসান ১১, সৌম্য সরকার ১৬ ও মাহমুদউল্লাহ রিয়াদ ১৯ রান যোগ করেন দলীয় স্কোরে। পরে ব্যাট হাতে দুই অঙ্ক স্পর্শ করেন কেবল আফিফ হোসেন (১০)।

তার আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ।

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। দলে জায়গা করে নিয়েছেন মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। অস্ট্রেলিয়ার দলেও দুটি পরিবর্তন এসেছে। একাদশে ফিরেছেন নাথান এলিস ও অ্যাডাম জাম্পা। দল থেকে ছিটকে গেছেন অ্যান্ড্রু টাই ও মিচেল সোয়েপসন। 

প্রথম তিন টি-টোয়েন্টি জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ। পরে চতুর্থ টি-টোয়েন্টি জিতে অজিরা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-১ এ এগিয়ে রয়েছে এখন টাইগাররা।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, জশ হেইজেলউড, মোইজেস হেনরিকেস, মিচেল মার্শ, অ্যাশটন টার্নার, বেন ম্যাকডরমট, ড্যান ক্রিস্টিয়ান, নাথান এলিস, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জ্যাম্পা।

এ সম্পর্কিত আরও খবর