অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে টাইগাররা। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে টস জিতলেন টাইগার ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম দুই ম্যাচে টস ভাগ্য সহায় না হলেও তৃতীয় ম্যাচে টস জিতে লাল-সবুজের প্রতিনিধিরা।
তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জিতেছে টাইগাররা। এই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রিকেটের কোনো সংস্করণে সিরিজ ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ।
হ্যাটট্রিক জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এখন ৩-০ ব্যবধানে এগিয়ে।
টাইগারদের দলে কোনো পরিবর্তন আসেনি। তবে একাদশে বদল এনেছে দুটি। গত ম্যাচের হ্যাটট্রিকম্যান নাথান এলিস ও অ্যাডাম জাম্পা ছিটকে গেছেন দল থেকে। তাদের জায়গায় দলে ঢুকেছেন অ্যান্ড্রু টাই ও মিচেল সোয়েপসন।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, জশ হেইজেলউড, মোইজেস হেনরিকেস, মিচেল মার্শ, অ্যাশটন টার্নার, বেন ম্যাকডরমট, ড্যান ক্রিস্টিয়ান, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও মিচেল সোয়েপসন।