তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে টাইগাররা। সিরিজে এই প্রথম টস জিতলেন টাইগার ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম দুই ম্যাচে টস জিতে ছিল অতিথি অস্ট্রেলিয়া।
বৃষ্টির বাগড়ায় টস ও ম্যাচের সময় পিছিয়ে গেলেও ওভার কমেনি খেলার। পুরো ২০ ওভারই খেলা হবে। দুই ইনিংসের মাঝের বিরতি কমিয়ে দিয়ে ১০ মিনিট করা হয়েছে।
বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আসেনি। তবে অস্ট্রেলিয়ার একাদশে পরিবর্তন এসেছে তিনটি। দলে জায়গা করে নিয়েছেন বেন ম্যাকডরমট, নাথান এলিস (অভিষেক) ও ড্যান ক্রিস্টিয়ানের। দল থেকে ছিটকে গেছেন জশ ফিলিপি, অ্যান্ড্রু টাই ও মিচেল স্টার্ক।
প্রথম দুই ম্যাচ জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ জিতলেই দুই ম্যাচ হাতে রেখেই প্রথমবারের মতো ক্রিকেটের কোনো সংস্করণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে টাইগাররা।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, জশ হেইজেলউড, মোইজেস হেনরিকেস, মিচেল মার্শ, অ্যাশটন টার্নার, বেন ম্যাকডরমট, ড্যান ক্রিস্টিয়ান, নাথান এলিস, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জ্যাম্পা।