ব্যাট হাতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই ভালো ছিল না অস্ট্রেলিয়ার। দলীয় ৩১ রানেই নাই হয়ে যায় সফরকারীদের দুই উইকেট। ১৩ রানে বিদায় নেন ওপেনার অ্যালেক্স কেরি। ব্যক্তিগত ১১ রানে তাকে ফিরিয়ে দিয়ে ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান। ১০ রান করা অন্য উদ্বোধনী ব্যাটসম্যান জশ ফিলিপ্পের উইকেট উপড়ে দেন মুস্তাফিজুর রহমান।
দলের বিপদ কাটিয়ে ব্যাট হাতে লড়ে যাচ্ছিলেন মিচেল মার্শ। বড় ইনিংসের আভাস দিয়েও শেষমেশ পারেননি। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ফিফটি ছুঁতে পারেননি ওয়ানডাউনে নামা এ টপ-অর্ডার ব্যাটসম্যান। আগের ম্যাচের সমান ৪৫ রানে সাজঘরের পথ ধরেনতিনি শরিফুলের বলে উইকেটের পিছনে নুরুল হাসানের গ্লাভসবন্দি হন।
দলীয় স্কোরে ৩০ রান যোগ করেই সাকিব আল হাসানের ঘূর্ণি জাদুতে বোল্ড হয়ে ফেরেন ময়েস হেনরিকস। আউট হওয়ার আগে তৃতীয় উইকেট জুটিতে ৫৭ রানের অনবদ্য এক পার্টনারশিপ গড়ে তবেই ফেরেন হেনরিকস।
তারকা পেসার মুস্তাফিজুর রহমান একাই শিকার করেছেন তিন উইকেট। সঙ্গে দুটি উইকেট থলেতে পুরেন তরুণ ফাস্ট বোলার শরিফুল ইসলাম। একটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০৮ রানের পুঁজি গড়েছে অতিথি অস্ট্রেলিয়া।