অস্ট্রেলিয়ার জয়ের লক্ষ্য ১৩২

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 09:41:48

জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে ১৩২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি টাইগারদের। দলীয় ১৫ রানে প্রথম উইকেট আর ৩৭ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলে লাল-সবুজের প্রতিনিধিরা। ফিরে যান সৌম্য সরকার (২) ও মোহাম্মদ নাঈম (৩০)। 

পরে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ (২০)। ৩৬ রান এনে দেন সাকিব আল হাসান। আফিফ হোসেন যোগ করেন ২৩ রান।

শুরুতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে টাইগাররা।

মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নামে টাইগাররা।

একাদশে ফিরেছেন পেসার মুস্তাফিজুর রহমান ও স্পিনার নাসুম আহমেদ। তবে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। আছেন আরেক স্পিনার মেহেদী হাসান।

জশ হেইজেলউড ও মিচেল স্টার্কের সঙ্গে অস্ট্রেলিয়ার পেস আক্রমণে রয়েছেন অ্যান্ড্রু টাই। স্পিনে অ্যাডাম জ্যাম্পার সঙ্গী হয়েছেন অ্যাশটন অ্যাগার।

অজিদের বিপক্ষে এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টিতে দেখা হয়েছে টাইগারদের। সবগুলোই বৈশ্বিক আসরে। তবে জয় নামক সোনার হরিণ এখনো ধরা দেয়নি। টি-টোয়েন্টিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজই যে এর আগে খেলা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে।

সেই অপূর্ণতাই এবার ঘুচল আজ মঙ্গলবার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, জশ হেইজেলউড, মোইজেস হেনরিকেস, মিচেল মার্শ, জশ ফিলিপি, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জ্যাম্পা।

এ সম্পর্কিত আরও খবর