অলিম্পিকে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের স্বর্ণপদক ধরে রেখেছেন সাঁতারু অ্যাডাম পিটি। গ্রেট ব্রিটেনকে এনে দিয়েছেন টোকিও আসরের প্রথম সোনা।
টোকিও অ্যাকুয়াটিস সেন্টারে সোমবার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৫৭.৩৭ সেকেন্ড টাইমিং গড়ে চ্যাম্পিয়ন হয়েছেন পিটি। ২০১৬ সালের রিও অলিম্পিকে এই ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন তিনি।
প্রথম ব্রিটিশ সাঁতারু হিসেবে অলিম্পিকের কোনো ইভেন্টের পদক ধরে রাখার গৌরব অর্জন করলেন তিনি।
অন্য দিকে ইভেন্টে ৫৮ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক পেয়েছেন নেদারল্যান্ডসের আর্নো কামিনগা। আর ইতালির নিকোলো মার্তিনেংঘি ৫৮.৩৩ সেকেন্ডে সাঁতার শেষ করে জিতেছেন ব্রোঞ্জ।