টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণপদক জিতে নিয়েছেন চীনের শ্যুটার ইয়াং কিয়ান। সঙ্গে গড়েছেন রেকর্ড।
আসাকা শুটিং রেঞ্জে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ২৫১.৮ স্কোর গড়ে সেরা হন ইয়াং। অলিম্পিকের ফাইনালে সর্বোচ্চ স্কোরের রেকর্ড এটি।
রাশিয়ার আনাস্তাসিয়া গালাশিনা পেয়েছেন রৌপ্যপদক। আর সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেন জেতেন ব্রোঞ্জ।
কোয়ালিফিকেশন রাউন্ডে অবশ্য ইয়াং ষষ্ঠ এবং গালাশিনা অষ্টম হয়েছিলেন।