করোনাভাইরাস হানা দিয়েছে টোকিও অলিম্পিকে। বিশ্ব ক্রীড়াঙ্গনের এ মহাযজ্ঞে অংশ নিতে জাপানে পৌঁছানোর পর এক অ্যাথলেট করোনায় পজিটিভ হয়েছেন।
টোকিওতে পা রেখে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন ওই অ্যাথলেট। পরে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তার।
আয়োজক কমিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে খবরটি নিশ্চিত করেছে। তবে করোনা পজিটিভ অ্যাথলেট সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।
ওই অ্যাথলেট এখনো অলিম্পিক ভিলেজে যাননি।
করোনা মহামারির কারণে এক বছর পিছিয়ে গেছে টোকিও অলিম্পিক। অবশেষে আসর শুরু হচ্ছে ২৩ জুলাই। চলবে ৮ আগস্ট পর্যন্ত।