টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়া পর এবার ওয়ানডে সিরিজও হার দিয়ে শুরু করল শ্রীলঙ্কা। ৯১ বল হাতে রেখে ইংল্যান্ড প্রথম ওয়ানডে জিতে নিয়েছে ৫ উইকেটের বড় ব্যবধানে।
এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক ইংলিশরা।
চেস্টার-লি-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে কুশল পেরেরা ও ওয়ানিন্দু হাসারাঙার দুরন্ত দুই ফিফটিতে ৪২.৩ ওভারে ১৮৫ রানে গুটিয়ে যায় সফরকারী লঙ্কানদের ইনিংস। ক্যাপ্টেন পেরেরা ৭৩ ও হাসারাঙা ৫৪ রান করেন।
চার উইকেট শিকার করেন ম্যাচ সেরা ক্রিস ওকস। ডেভিড উইলি নেন তিন উইকেট।
জবাবে জো রুটের হার না মানা অর্ধ-শতকে ৩৪.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে লক্ষ্য টপকে ১৮৯ তুলে ফেলে ইংল্যান্ড।
জো রুট ৭৯* রানে অপরাজিত থেকে যান। আর দলীয় স্কোরে ৪৩ যোগ করেন ওপেনার জনি বেয়ারস্টো।
শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেট নেন দুষ্মন্ত চামিরা।