এবারের টোকিও অলিম্পিকে অংশ নেবেন সানিয়া মির্জা। এ নিয়ে চতুর্থবারের মতো ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির তারকা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা।
টোকিও অলিম্পিকের কোর্টে নামলেই রেকর্ডের মালিক বনে যাবেন দ্বৈত ও মিশ্র দ্বৈতে ৬টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সানিয়া। সব কিছু ঠিক থাকলে প্রথম ভারতীয় নারী হিসেবে অলিম্পিকের চারটি আসরে খেলার মাইলফলক গড়বেন হায়দরাবাদের এ টেনিস কন্যা।
আগামী ২৩ জুলাই পর্দা উঠবে টোকিও অলিম্পিকের।