প্রথমবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফাইনাল খেলল মুলতান সুলতানস। প্রথমবার শিরোপা নির্ধারণী ম্যাচে খেলেই তাক লাগিয়ে দিলো দলটি। জিতে নিলো টুর্নামেন্টের শিরোপা।
ফাইনালে পেশোওয়ার জালমিকে ৪৭ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা উৎসব করেছে মুলতান সুলতানস।
শুরুতে ব্যাটিংয়ে নেমে পেশোওয়ার জালমির বিপক্ষে ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে মোহাম্মদ রেজওয়ানের মুলতান।
রাইলি রুশো ৫০ রান করে সাজঘরে ফেরেন ৩৫ বলে ৬৫* রানে অপরাজিত থেকে যান শোয়েব মাকসুদ।
কিন্তু জবাবে ৯ উইকেটে মাত্র ১৫৯ রানে থামে ওয়াহাব রিয়াজের পেশোওয়ার। শোয়েব মালিক আউট হন ২৮ বলে ৪৮ রানের দাপুটে এক ক্রিকেটীয় ইনিংস খেলে।