ঢাকা প্রিমিয়ার লিগে জরিমানা গুনেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে এই শাস্তি পেলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের এ ক্যাপ্টেন।
প্রাইম ব্যাংকের বিপক্ষে গতকালের ম্যাচে অলক কাপালির বিরুদ্ধে আউটের আবেদনে সাড়া না দেননি মাঠের আম্পায়ার। বিষয়টি মেনে নিতে পারেননি মাহমুদউল্লাহ। তাই আম্পায়ারের আউট না দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি। এ জন্য মাহমুদউল্লাহকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন ওই ম্যাচের ম্যাচ রেফারি রকিবুল হাসান।
বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদের বলে অলক কাপালির বিরুদ্ধে আউটের আবেদন করেছিলেন গাজী গ্রুপের ক্রিকেটাররা। সবাই এক সঙ্গে হাত উঁচিয়ে, হাঁটু গেড়ে বসে আবদন করলেও তাতে সাড়া দেননি আম্পায়ার মাহফুজুর রহমান।
আবেদনে সাড়া না পেয়ে মাটিতে ঘুষি মারেন মাহমুদউল্লাহ। গড়াগড়ি খেয়ে থার্ড ম্যানে গিয়ে কিছুক্ষণ থাকেন বসে।