মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন বিরাট কোহলি। সেটা অবশ্য নেতৃত্বে। ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে টস করতে নেমেই ধোনিকে ছাড়িয়ে গেছেন কোহলি।
ধোনি ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৬০ টেস্টে। ৬১তম টেস্টে নেতৃত্ব দিয়ে তাকে ছাড়িয়ে গেলেন কোহলি। ভারতকে সর্বাধিক টেস্টে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটা নিজের দখলে নিলেন কোহলি।
রেকর্ডটা অবশ্য কোহলির করার কথা ছিল শুক্রবার, ১৮ জুন। কিন্তু বৃষ্টির কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টস হলো একদিন পর আজ শনিবার, ১৯ জুন। ম্যাচের প্রথম দিন ভেসে যায় বৃষ্টিতে। তবে কোহলির রেকর্ডের ম্যাচে টস জিতেছেন অবশ্য কিউই ক্যাপ্টেন কেন উইলিয়ামসন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাউদ্যাম্পটনের রোজ বোলে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করেছে ভারত। ৬৪.৪ ওভার খেলা শেষে আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে গেছে।