ডান পায়ের হাঁটুর চোট নিয়ে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগের সুপার লিগ পর্ব থেকে আগেই ছিটকে গেছেন তামিম ইকবাল। এ পর্বে খেলছেন না সাকিব আল হাসানও। বিশ্ব সেরা এ অলরাউন্ডার পরিবারকে সময় দিতে চলে গেছেন যুক্তরাষ্ট্রে।
এবার সুপার লিগে দর্শক হয়ে গেলেন তাসকিন আহমেদ। জাতীয় দলের এ তারকা পেসারের হাতে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন খবরটি নিশ্চিত করে বলেন, ‘গত ১৬ জুন খেলাঘরের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পান তাসকিন। আঘাতের জায়গা ফেটে যাওয়ায় সেখানে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। এজন্য সে গতকাল গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে খেলেনি।’
আগামী সাত দিন মাঠে নামতে পারবেন না তাসকিন। সে হিসেবে সুপার লিগে তার খেলার কোনো সুযোগ নেই। সেরে উঠলেও ঝুঁকি নিয়ে তাকে খেলানো হবে না। কেননা সামনে জিম্বাবুয়ে সফর।
শনিবার, ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে সুপার লিগ পর্ব। যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের হয়ে খেলার কথা ছিল তাসকিনের।