লাথি দিয়ে স্টাম্প ভেঙে তিন ম্যাচ নিষিদ্ধ হন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই ব্যাট-বল হাতে জ্বলে উঠতে পারলেন না বিশ্ব সেরা এ অলরাউন্ডার। ব্যাটিংয়ে নেমে সংগ্রহ করেন মাত্র ১০ রান। আর বল হাতে তিন ওভারে ২৪ রান দিয়ে সাকিব শিকার করেন এক উইকেট।
লিগ পর্বের শেষ ম্যাচে সাকিবের দল মোহামেডানও জয়ের দেখা পায়নি। শুভাগত হোমের নেতৃত্বে মোহামেডান বৃষ্টি আইনে ৭ উইকেটে হার মানে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে। ম্যাচে মোহামেডানকে নেতৃত্ব দেননি সাকিব। শুক্রবার ভোরেই তার যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার কথা।
শুরুতে ব্যাট হাতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান তোলে মোহামেডান। সাকিবের বদলে নেতৃত্ব দেওয়া শুভাগত হোম করেন ৪২ রান। বৃষ্টির কারণে ১৪ ওভারে গাজী গ্রুপের লক্ষ্য দাঁড়ায় ১১৬ রান।
জবাবে ১১.১ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে মাহমুদউল্লাহ–মুমিনুলদের দল। ২৯ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন গাজী গ্রুপের মহিউদ্দিন তারেক।