দেশে এখন করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া বন্ধ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) জন্য বিশেষ ব্যবস্থায় টিকার ব্যবস্থা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ, রোববার, ১৩ জুন দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নেন টোকিও অলিম্পিকের টিকিট পাওয়া আরচার রোমান সানা ও অ্যাথলেট জহির রায়হান।
এসএ গেমসে টানা দুই স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়াও আক্তার সীমান্তও টিকা নেন আজ। অ্যাথলিটদের সঙ্গে টোকিও অলিম্পিকে থাকবেন যে সকল কর্মকর্তা তারাও ভ্যাকসিন নিয়েছেন।