টোকিও অলিম্পিকের শ্যুটিংয়ে দুটি ওয়াইল্ড কার্ড চেয়েছিল বাংলাদেশ। কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) দিয়েছে একটি। সেই ওয়াইল্ড কার্ড নিয়েই অলিম্পিকে অংশ নিবেন শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী।
শুক্রবার, ২৮ মে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এমনটি জানিয়েছে বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনকে (বিএসএসএফ)।
কমনওয়েথ গেমসে রৌপ্য জয়ী বাকী এর আগে ২০১৬ রিও অলিম্পিকেও অংশ নেন। এবার টোকিও অলিম্পিকেও যাচ্ছেন তিনি। অংশ নিবেন ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে।
দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে সবার আগে টোকিও অলিম্পিকের টিকিট ছিনিয়ে নিয়েছেন আরচার রোমান সানা। সাঁতারে ওয়াইল্ড কার্ড পেয়েছেন জুনাইনা আহমেদ ও আরিফুল ইসলাম। ট্র্যাক এন্ড ফিল্ডে ওয়াইল্ড কার্ড নিশ্চিত হয়েছে দৌড়বিদ জহির রায়হানের। আরচারিতেও ওয়াইল্ড কার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।