ইতিহাস গড়ার সুযোগ ছিল রোমান সানা ও দিয়া সিদ্দিকীর সামনে। দুজনের সামনে ছিল বিশ্ব জয়ের হাতছানি। কিন্তু নাহ! দুর্ভাগ্য! সেটা আর হলো না। সুইজারল্যান্ডের লুজানে আরচারি বিশ্বকাপের মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে হেরে গেছে সানা ও দিয়া জুটি।
তাই হাতছাড়া হলো স্বর্ণ পদক জয়ের দুরন্ত এক সুযোগ। এখন রানার্স-আপ হয়ে রৌপ্যপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে।
প্রথম বাংলাদেশি হিসেবে আরচারি বিশ্বকাপে স্বর্ণপদক জয়ের নতুন ইতিহাস লিখতে পারলেন না সানা ও দিয়া। ফাইনালে নেদারল্যান্ডসের ভ্যান ডেন বার্গ ও ক্লোসার গ্যাব্রিয়েলা জুটির কাছে ৫-১ সেটে হার মেনেছে লাল-সবুজের প্রতিনিধিরা।