সাকিবের কাছে দলের প্রত্যাশা অনেক বেশি: তামিম

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 22:23:00

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে টিম ম্যানেজমেন্টকে অনেক বুঝিয়ে-শুনিয়ে তিন নম্বর পজিশনে ব্যাটিং করে বাজিমাত করেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের মাটিতে উপহার দেন বিধ্বংসী ব্যাটিং পারফরম্যান্স। ৮ ম্যাচ খেলে লাল-সবুজের প্রতিনিধিদের এনে দেন ৬০৬ রান। বিশ্বসেরা অলরাউন্ডার দুই ম্যাচে পান জাদুকরী তিন অঙ্কের দেখা। সঙ্গে ক্রিকেটের বিশ্ব আসরে ফিফটি হাঁকান পাঁচটি। তিন নম্বরে ব্যাটিং করে ২৩ ম্যাচে ক্রিকেট মহাতারকা সাকিব সংগ্রহ করেছেন ১১৭৭ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও তিন নম্বরে খেলার সুযোগ পাবেন সাকিব। তার কাছ থেকে ভালো ব্যাটিং চাইলেও বিশ্বকাপের মতো মহাকাব্যিক পারফরম্যান্স চান না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কারণ হিসেবে দেশের এ তারকা ক্রিকেটার জানান, সব সময় ব্যাটিং চমক দেখানো সম্ভব নয়।

তাই তো লঙ্কা সিরিজ শুরুর আগে আজ শুক্রবার, ২১ মে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম জানান, ইংল্যান্ড বিশ্বকাপের অতিমানবীয় পারফরম্যান্স সাকিবের কাছ থেকে এখন প্রত্যাশা করছেন না, ‘সাকিবের কাছে আমাদের প্রত্যাশা অনেক। সাকিব বিশ্বকাপে ভালো খেলেছে। আমি চাই সবসময় সে এমন খেলুক। কিন্তু সবসময় তো এ রকম হবে না। এ রকম না খেললেও উদ্বেগের কিছু নেই।’

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাটিং লাইন-আপের পছন্দের তিন নম্বরে খেলবেন সাকিব। সিরিজ শুরুর আগে ওয়ানডে অধিনায়ক তামিম দিয়ে রাখলেন সেই নিশ্চয়তা, ‘একটা ছেলে আট-নয় ম্যাচে ৬০০ রান সংগ্রহ করেছে। বিশ্ব ক্রিকেটে এমনটা আমরা খুব কম দেখি। যদি ওরকম পারফরম্যান্স নাও হয়, দুশ্চিন্তার কিছু নেই। আমরা জানি সে কতটা ভালো। আমি আশা করি, সে এবারও ভালো খেলবে। তিন নম্বরে সে আগেও ভালো করেছে।’

আইপিএলের দুরন্ত বোলিং পারফরম্যান্সটা মুস্তাফিজুর রহমান শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতেও দেখাবেন। ক্যাপ্টেন তামিমের প্রত্যাশা তেমনটাই, ‘মুস্তাফিজ যে ধরনের বোলিং আইপিএলে করেছে। এটা অনেক স্বস্তির ছিল। সবাই চাইব এমন বোলিং করুক। দ্বিধা নেই যে অনেক ভালো বোলিং করেছে। আশা রাখব বাংলাদেশের হয়েও সেই বোলিংয়ের ধারাবাহিকতা বজায় রাখবে। বাংলাদেশের ক্রিকেটের চেয়ে লাভবান বেশি কেউ হবে না।’

উইকেটের পিছনে তামিমের ভরসা মুশফিকুর রহিমই, ‘ক্যাচ মিস বা সুযোগ মিস এগুলো খেলারই অংশ, সত্যি কথা বলতে আমি জানি সে কতটা কঠোর পরিশ্রম করে। আর আমাদের টিম ম্যানেজমেন্ট বা সবার একটা মুহূর্তের জন্যও মনে হয় না যে মুশফিক কিপিং করবে না।’

নিজের ব্যাটিং স্টাইল নিয়ে আর কোনো প্রশ্ন শুনতে চান না তামিম। গণমাধ্যমের কাছে এমন অনুরোধই রেখেছেন গদবাধা প্রশ্নে বিরক্ত দেশ সেরা এ ওপেনার, ‘আমার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে আমি অনেক কথা বলেছি, অনেকবারই বলেছি। এটা কখনও থামছে না। প্রশ্ন আসতেই থাকে। আমি কোন অ্যাপ্রোচে খেলব? গত ৪-৫ বছরে যে অ্যাপ্রোচে খেলেছি ঐ অ্যাপ্রোচেই খেলব। কারণ এতে আমি বেশ সফল হয়েছি। এটা নিয়ে আমার ভবিষ্যতেও আর কিছু বলার নেই। অনেক বলেছি। আমার অনুরোধ, এটা নিয়ে আর কেউ কোনো প্রশ্ন করবেন না।’

লিটন দাস ও সৌম্য সরকারের কাছ থেকে দুরন্ত পারফরম্যান্সই চান তামিম, ‘লিটন ও সৌম্যকে নিয়ে একটা জিনিস বলব- এই সিরিজে তাদের লিডিং পারফরম্যান্স দেখানো উচিত। আমার বিশ্বাস, তাদের দুইজনের সেই সামর্থ্য আছে। ওরা কোনো কিছু করে না বা করেনি এমন বলছি না। তবে যদি আরও বড় পারফরম্যান্স আসে দলের জন্য এর চেয়ে ভালো হতে পারে না। ওরা কতটা ভালো আমরা সবাই জানি।’

দলে ফেরার পথ খোলা রয়েছে শান্ত’র জন্য। তরুণ এ ব্যাটসম্যান স্বস্তির খবরটা তামিমের কাছ থেকে, ‘শান্ত ৮-৯টা ওয়ানডে খেলেছে, দুর্ভাগ্যবশত যে পারফরম্যান্স তার কাছ থেকে আশা করেছি, তা পাইনি। কিন্তু ব্যক্তিগতভাবে আমি, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরাও মনে করে, শান্ত আমাদের ভবিষ্যৎ। একটা সিরিজে দলে না থাকায় সব শেষ হয়ে যায়নি। অধিনায়ক হিসেবে আমি মনে করি শান্তর দলকে দেওয়ার এখনও অনেক কিছু বাকি রয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর