সাঁতারে নতুন রেকর্ড লিখেছেন কাজল-ফয়সাল-জুয়েল

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 14:39:19

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের সাঁতারে সোমবার রেকর্ড হয়েছে বেশ কয়েকটি। পুরুষ ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ১০.৯২ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড করেছেন নৌবাহিনীর কাজল মিয়া। সেনাবাহিনীর জুয়েল ২০১৯ সালে আগের রেকর্ডটা গড়ে ছিলেন ২ মিনিট ১১.৫৭ সেকেন্ডে।

সোমবার মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে পুরুষ ৪০০ মিটার ফ্রিস্টাইলে ৪ মিনিট ১৮.২৩ সেকেন্ড সময় নিয়ে নিজের রেকর্ড ভেঙেছেন সেনাবাহিনীর ফয়সাল আহমেদ। ২০১৯ সালে রেকর্ড লিখতে সময় নিয়ে ছিলেন তিনি ৪ মিনিট ১৮.২৫ সেকেন্ড।

পুরুষ ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সেনাবাহিনীর জুয়েল আহমেদ রেকর্ড গড়েন ২৭.৯৭ সেকেন্ডের টাইমিং নিয়ে। ২০১৯ সালে ২৮.১২ সেকেন্ডের রেকর্ডটা এসে ছিল তারই দখলে।

পুরুষ ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নিজেদের রেকর্ডই ভেঙেছে নৌবাহিনী। দলের হয়ে আসিফ রেজা, মাহমুদুন্নবী নাহিদ, অনিক ইসলাম ও মাহফিজুর রহমান সাগর নতুন রেকর্ড গড়েন ৩ মিনিট ৩৭.৩৮ সেকেন্ডে। ২০১৯ সালে গড়া আগের রেকর্ড ছিল ৩ মিনিট ৩৮.৪৫ সেকেন্ডের।

এ সম্পর্কিত আরও খবর