শিরিন আক্তার দ্রুততম মানবীর মুকুট জিতেছেন আগের দিন। ১০০ মিটারে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আজ ফের চমক দেখালেন নৌবাহিনীর এ দৌড়বিদ। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ২০০ মিটারের স্বর্ণপদকও উঠল তার গলায়। তবে আজকের পদকটি জিতলেন রেকর্ড গড়ে।
আজ রোববার, ৪ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে ২০০ মিটারে শিরিন সেরা হন ২৪.২০ সেকেন্ড সময় নিয়ে। এই টাইমিং দিয়েই ১৫ বছর পর ভেঙেছেন নাজমুন নাহার বিউটির রেকর্ড। ২০০৬ সালে বিউটির রেকর্ডটি ছিল ২৫.৯০ সেকেন্ডের।
ইভেন্টের রৌপ্য জিতেছেন সেনাবাহিনীর শরিফা খাতুন। তিনি দৌড় শেষ করেন ২৪.৫০ সেকেন্ড সময় নিয়ে। বাংলাদেশ আনসারের কবিতা রায় ২৫.৯০ সেকেন্ড সময় নিয়ে পান ব্রোঞ্জ।
ছেলেদের ২০০ মিটার স্প্রিন্টে ২১.৭০ সেকেন্ডের টাইমিং নিয়ে স্বর্ণপদক জিতেছেন বিমান বাহিনীর নাঈম ইসলাম। রৌপ্য গেছে সেনাবাহিনীর শরিফুলের হাতে (২১.৮০ সেকেন্ড)। ২২.২০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন সেনাবাহিনীর মোতালেব।