রেকর্ড লিখে সাঁতারে স্বর্ণ জিতলেন জুয়েল

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 12:28:15

সাঁতারের শুরুর দিনেই বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে নতুন রেকর্ড করেছেন জুয়েল আহমেদ। ভেঙেছেন নিজের পুরনো রেকর্ড। ২০০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণপদক জিতেছেন সেনাবাহিনীর এ সাঁতারু।

শনিবার মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে জুয়েল নতুন রেকর্ডটা লিখেন ২ মিনিট ১৬.১২ সেকেন্ডে।

২০১৯ সালে জাতীয় সুইমিং চ্যাম্পিয়নশিপের একই ইভেন্টে সাঁতার শেষ করেন তিনি ২ মিনিট ১৬.১৩ সেকেন্ড সময় নিয়ে।

২ মিনিট ১৮.৩৮ সেকেন্ড সময় নিয়ে ইভেন্টের রৌপ্য জিতেছেন নৌবাহিনীর মামুনুর রশিদ। সামিউল রাফি ২ মিনিট ২২.১১ সেকেন্ড সময় নিয়ে পান ব্রোঞ্জ। তিনিও পদক উপহার দেন নৌবাহিনীকে।

এ সম্পর্কিত আরও খবর