বাংলাদেশ গেমসের দ্রুততম মানব হয়েছেন ইসমাইল হোসেন। ১০.৫০ সেকেন্ড সময় নিয়ে বাংলাদেশ নৌবাহিনীকে স্বর্ণ পদক এনে দেন তিনি। দ্রুততম মানবীর সম্মাননা পেয়েছেন শিরিন আক্তার। ১১.৬০ সেকেন্ড সময় নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ গেমসের ১০০ মিটারে চ্যাম্পিয়ন হয়েছেন নৌবাহিনীর এ দৌড়বিদ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শনিবার পুরুষদের ইভেন্টে নৌবাহিনীর আব্দুল রউফ জিতেছেন রৌপ্য। তার টাইমিং ১০.৬০ সেকেন্ড। আর বাংলাদেশ বিমানবাহিনীর নাইম ইসলাম ১০.৭০ সেকেন্ডে পেয়েছেন ব্রোঞ্জ।
অন্যদিকে মেয়েদের ইভেন্টে সেনাবাহিনীর শরীফা খাতুন ১১.৭০ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন রৌপ্য। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সোনিয়া আক্তার ১২.১০ সেকেন্ডে জিতেছেন ব্রোঞ্জ।
জাতীয় অ্যাথলেটিকসেও দ্রুততম মানব-মানবী হয়েছিলেন ইসমাইল ও শিবির। এবার বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসেও নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন তারা।