অ্যাথলেটিকসের প্রথম স্বর্ণপদক উঠল দৌড়বিদ ফরিদ মিয়ার গলায়। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের পুরুষ ম্যারাথনে সেরা হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এ অ্যাথলিট।
দৌড় শেষ করতে অ্যাথলিট ফরিদ মিয়া সময় নেন ২ ঘণ্টা ৪৬ মিনিট ৩৮ সেকেন্ড। রৌপ্য জিতেছেন সেনাবাহিনীর আরেক দৌড়বিদ ফিরোজ খান। তিনি দৌড় শেষ করেন ২ ঘণ্টা ৪৬ মিনিট ৩৮ সেকেন্ডে।
ব্রোঞ্জ পেয়েছেন কামরুল ইসলাম। সেনাবাহিনীর এ অ্যাথলিটের টাইমিং ছিল ২ ঘণ্টা ৫৭ মিনিট ৫০ সেকেন্ড।