বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ধরাশায়ী করে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কেটেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
নেপালকে আগেই হারিয়ে ছিল বাংলার দামাল ছেলেরা। বুধবার, ৩১ মার্চ পল্টনের ভলিবল স্টেডিয়ামে নিজেদের শেষ লিগ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৩-৩১ পয়েন্টে জিতেছে বাংলাদেশ। যদিও বিরতির আগে দেশের ছেলেরা এগিয়ে ছিল ১৪-৯ পয়েন্টে।
পোল্যান্ড, কেনিয়া, নেপাল ও শ্রীলঙ্কাসহ নিয়ে পাঁচ দেশের এ আসরে বাংলাদেশ জয় পেয়েছে টানা চার ম্যাচে। শুক্রবারের ফাইনালের অন্য প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।