নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজটা হাতছাড়া হয়েছে আগেই। এবার টাইগাররা খোয়ালো টি-টোয়েন্টি সিরিজ। বৃষ্টি আইনে ২৮ রানে হার মেনে। তিন ম্যাচের সিরিজ কিউইরা নিজেদের করে নিল ২-০ ব্যবধানে। এবং এক ম্যাচ হাতে রেখেই।
নিউজিল্যান্ডের ইনিংস শেষে ম্যাচ অফিসিয়ালরা মারাত্মক এক ভুল করে বসেন। বাংলাদেশের ইনিংসের পরিধি কমে লক্ষ্য ঠিক হয় ১৪৮। কিন্তু লাল-সবুজের প্রতিনিধিদের ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ দিকে ভুল ভাঙে তাদের। জানিয়ে দেয়, ১৬ ওভারে টাইগারদের লক্ষ্য ১৭০। ফের জানানো হয় টাইগারদের লক্ষ্য ১৭১।
লক্ষ্যটা কঠিন জেনেও দুর্বার গতিতে ব্যাটিং চালাতে থাকে সফরকারীরা। দাপুটে ব্যাটিংয়ে হাফ-সেঞ্চুরি হাঁকান সৌম্য সরকার। তার ২৭ বলের ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কার মার। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ৭ উইকেটে ১৪২ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। নিউজিল্যান্ডের মাটিতে ধরা দেয়নি জয় নামক সোনার হরিণ।
ওপেনার মোহাম্মদ নাঈম সাজঘরে ফেরার আগে ৩৮ রান যোগ করেন দলীয় স্কোরে। ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ সংগ্রহ করেন ২১ রান। ১২* রানে অপরাজিত থেকে যান মেহেদী হাসান।
ন্যাপিয়ারে বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হওয়ার আগে গ্লেন ফিলিপসের দুরন্ত হাফ-সেঞ্চুরিতে ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৭৩ রান। বৃষ্টি শেষে খেলা শুরু হলেও ব্যাট হাতে আর মাঠে নামেনি নিউজিল্যান্ড। তাদের ইনিংসটি থেমে যায় সেখানেই। জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ৫৮* রানের হার না মানা দুরন্ত এক ইনিংস খেলেন। তাকে সঙ্গ দিয়ে ড্যারিল মিচেল অপরাজিত থেকে যান ৩৪* রানে। কিউইদের পঞ্চম উইকেটটি নেন মেহেদী হাসান। ফেরান মার্ক চ্যাপম্যানকে। উইল ইয়ং’র (১৪) উইকেটও শিকার করেন তিনি।
দুরন্ত বোলিংয়ে শুরুতে অবশ্য স্বাগতিক নিউজিল্যান্ডকে চাপে ফেলেছিল বাংলাদেশের বোলাররা। ১৯ রানের ব্যবধানে শিকার করে তিন উইকেট। যার দুই উইকেট আসে টানা দুই বলে। তাসকিন আহমেদের পর বল হাতে তোপ দাগিয়ে মোহাম্মদ সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম বিদায় করেন ওপেনার মার্টিন গাপটিল (২১) ও ওয়ানডাউনে নামা ডেভন কনওয়েকে (১৭)। কিন্তু ফিলিপস ও ড্যারিলের ব্যাটিং দৃঢ়তায় বিপদ কাটিয়ে বড় পুঁজি গড়ে কিউইরা।
তার আগে তিন বছর পর টি-টোয়েন্টিতে ফিরেই উইকেটের দেখা পান তাসকিন আহমেদ। টাইগারদের ব্রেক থ্রু এনে দেন তারকা এ পেসার। এবং সেটা নিজের প্রথম ওভারেই। পেয়ে যান ওপেনার ফিন অ্যালেনের উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ১৭৩/৫, ১৭.৫ ওভারে (ফিলিপস ৫৮*, ড্যারিল ৩৪*, গাপটিল ২১, ফিন ১৭, ডেভন ১৫, উইল ১৪; মেহেদী ২/৪৫)।
বাংলাদেশ: ১৪২/৭, ১৬ ওভার (সৌম্য ৫১, নাঈম ৩৮, মাহমুদউল্লাহ ২১, মেহেদী ১২*; সাউদি ১/২১, বেনেট ২/৩১ ও মিলনে ২/৩৪)।
ফল: নিউজিল্যান্ড বৃষ্টি আইনে ২৮ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড।
ম্যাচসেরা: গ্লেন ফিলিপস।