বৃষ্টি থেমে গেছে। ফের মাঠে গড়িয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টির খেলা। তার আগে স্বাগতিক নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১০২ রান দাঁড়াতেই ন্যাপিয়ারের ম্যাকলিন পার্কে বৃষ্টি এসে বাগড়া দিয়ে বসে। ফলে খেলা বন্ধ ছিল কিছুক্ষণ। খানিক বাদে আবার শুরু হয়েছে খেলা।
১৪ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে এখন ১১৫। উইকেটে রয়েছেন গ্লেন ফিলিপস (৩৩ ব্যাটিং) ও ড্যারিল মিচেল (৩ ব্যাটিং)।
কিউইদের চতুর্থ উইকেটটি নিয়েছেন মেহেদী হাসান। তিনি ফেরান উইল ইয়ংকে (১৪)। বৃষ্টি শেষে খেলা শুরু হলে মার্ক চ্যাপম্যানের উইকেটও শিকার করেন তিনি।
দুরন্ত বোলিংয়ে শুরুতে স্বাগতিক নিউজিল্যান্ডকে চাপে ফেলে বাংলাদেশের বোলাররা। ১৯ রানের ব্যবধানে ফেলে দেয় তিন উইকেট। যার দুই উইকেট আসে টানা দুই বলে। তাসকিন আহমেদের পর বল হাতে তোপ দাগিয়ে মোহাম্মদ সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম বিদায় করেন ওপেনার মার্টিন গাপটিল (২১) ও ওয়ানডাউনে নামা ডেভন কনওয়েকে (১৭)।
তার আগে তিন বছর পর টি-টোয়েন্টিতে ফিরেই উইকেটের দেখা পান তাসকিন আহমেদ। টাইগারদের ব্রেক থ্রু এনে দেন তারকা এ পেসার। এবং সেটা নিজের প্রথম ওভারেই। পেয়ে যান ওপেনার ফিন অ্যালেনের উইকেট।