সর্বশেষ ২০১৩ সালে বসেছিল বাংলাদেশ গেমস। মাঝে কেটে গেছে অনেক গুলো বছর। দীর্ঘ বিরতির পর এবার হতে যাচ্ছে প্রতিযোগিতার নবম আসর। আগামী বৃহস্পতিবার পর্দা উঠছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের।
তিন দিন বাদেই আলোর মুখ দেখতে যাওয়া এবারের আসরে ৩১ ডিসিপ্লিনে ১ হাজার ২৭১টি পদকের জন্য লড়াইয়ে নামতে যাচ্ছেন পাঁচ হাজার ৩শ ক্রীড়াবিদ। প্রতিযোগিতা হবে ২৯টি ভেন্যুতে।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভার্চুয়ালি প্রতিযোগিতা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ এপ্রিল পর্দা নামবে প্রতিযোগিতাটির। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) রোববার, ২৮ মার্চ সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানান আয়োজকরা।
আসরটি হওয়া কথা ছিল গত বছরের এপ্রিলে। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে তা পিছিয়ে যায়।
হঠাৎ করেই দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে চলেছে। সেজন্য ভেন্যুগুলোতে অ্যাথলেট, কোচ, কর্মকর্তা ও দর্শকদের জন্য সুরক্ষা বলয়ের ব্যবস্থা থাকবে। রাখা হবে কোভিড-১৯ পরীক্ষা, বিশেষ সেনিটাইজেশন ও থার্মাল স্ক্যানিংয়ের ব্যবস্থা।