আইপিএলে খেলার অনাপত্তিপত্র আগেই পেয়ে যান সাকিব আল হাসান। ইতোমধ্যে ভারতেও চলে গেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। কিন্তু ঝুলে ছিল মুস্তাফিজুর রহমানের ছাড়পত্রের বিষয়টি। অবশেষে দেশের এ তারকা পেসারও পেলেন অনাপত্তিপত্র। আইপিএলে খেলতে এখন আর কোনো বাধা নেই তার সামনে।
মুস্তাফিজকে ছাড়পত্র দেওয়ার খবরটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানান, ‘শ্রীলঙ্কা সফরে বোর্ডের পরিকল্পনায় নেই মুস্তাফিজ। যে কারণে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’
মুস্তাফিজকে এবার দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। এক কোটি রুপি দিয়ে। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবের হয়ে আইপিএলে খেলেন তিনি।
টি-টোয়েন্টি সিরিজ শেষ করে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরবেন মুস্তাফিজ। তারপর ভারতে যাবেন আইপিএল খেলতে।