করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। টুইট বার্তায় খবরটা নিশ্চিত করেছেন ভারতীয় এ কিংবদন্তি ক্রিকেটার নিজেই।
কোভিড-১৯ শচীনকে ছোবল মারলেও তার পরিবারের বাকি সবাই ভালো আছেন। বাকি সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।
২৭ মার্চ, শনিবার সকালে নিজের টুইটার অ্যাকাউন্টে শচীন লিখেন 'করোনা থেকে নিরাপদে থাকতে পরীক্ষা করিয়ে নিচ্ছিলাম। সব ধরনের সতর্কতা মেনে চলছিলাম। কিন্তু তারপরও হালকা উপসর্গ দেখা দেওয়ার পর আজ পজিটিভ রিপোর্ট এসেছে। তবে ঘরের বাকিদের রিপোর্ট নেগেটিভ।'
ভারতীয় এ ক্রিকেট ঈশ্বর এখন নিজের ঘরেই কোয়ারেন্টাইনে রয়েছেন। চিকিৎসকদের সকল পরামর্শ মেনে চলছেন।
সদ্য শেষ হওয়া কিংবদন্তি ক্রিকেটারদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নন শচীন। আসরে ভারতীয় লিজেন্ডস টিম খেলে তারই নেতৃত্বে।