লোকেশ রাহুলের সেঞ্চুরি (১০৮) আর রিশব পান্থের অর্ধ-শতকে (৭৭) রানের পর্বতই গড়ে তুলে ছিল ভারত। ৬ উইকেটে স্বাগতিকদের পুঁজি দাঁড়ায় ৩৩৬ রান।
চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিতের স্বপ্ন বুনেছিল বিরাট কোহলির দল।
কিন্তু দ্বিতীয় ওয়ানডের গল্প যে তখনও বাকি। অবিশ্বাস্য রকমের চিত্রনাট্যই লিখে ফেলেন জনি বেয়ারস্টো ও বেন স্টোকস। ইংলিশ শিবিরকে উপহার দেন ৬ উইকেটের দুরন্ত এক জয়।
বেয়ারস্টোর দুরন্ত শতক (১২৪) আর তারকা অলরাউন্ডার স্টোকসের (৯৯) নার্ভাস নাইনটি নাইনে ৩৩৭ রানের লক্ষ্যটা ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। সে আবার ৪ উইকেটে। ৪৩.৩ ওভারে। ভারতের মাটিতে এটি ইংলিশদের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড।
স্টোকসের ৫২ বলের ইনিংসটা গড়ে উঠে ১০ ছক্কায়। দ্বিতীয় উইকেটে ১৭৫ রানের পার্টনারশিপ গড়ার পথে বেয়ারস্টো খেলেন ১১২ বলে ১২৪ রানের চমৎকার একটা ইনিংস।
পুণের দুর্বার এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ এ সমতা আনল ক্যাপ্টেন ইয়ন মরগানের দল।